ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে উঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়লাকান্দা ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। পরে একই দিন রাতে মামলা দায়ের করা হয়। পরের দিন সোমবার (২৪ মে) বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. বাচ্চু মিয়া (৪০) নেত্রকোনার কুমোদগঞ্জ জালশুকা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।
আরও পড়ুন...৬ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস, উপকূলীয় এলাকা পানির নিচে
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী গৃহবধূ সেলাই মেশিনে নার্সারির ব্যাগ তৈরি করে এলাকায় বিক্রি করেন। বাচ্চু মিয়া গত তিন সপ্তাহ ধরে ওই গৃহবধূর কাছ থেকে ব্যাগ নিচ্ছেন। ঘটনার দিন সকালে ব্যাগ নিতে এসে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কাউকে এই ঘটনা না বলার হুমকি দিয়ে চলে যান।
জিএম