তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ২৪৪।
শুক্রবার কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপে মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১ রানে ক্রেইগ ব্রাফেটকে ফেরত পাঠান মোহাম্মদ আব্বাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ২৪ রানে হেটম্যায়ার, ৩২ রানে হোপ, ৫৩ রানে ভিশুল সিং ও ৭১ রানে পাওয়েলকে হারিয়ে চাপে পড়ে হোল্ডারের দল।
এরপর ডরউইচকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন রোস্টোন চেজ। তবে চেজ ব্যাক্তিগত ৬৩ রানে ফিরে গেলে বেশিক্ষণ স্থায়ী হননি ডরউইচ। দলীয় ১৮৯ রানে ৫৬ রান করে আউট হন তিনি। হোল্ডার ৩০ ও বিশু ২৩ রানে অপরাজিত থেকে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। ২ উইকেট নিয়েছেন ঘূর্ণি জাদুকর ইয়াসির শাহ।
ডিএইচ