নরসিংদীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন ) সকালে জেলার বেলাব উপজেলায় এক নারী ও মনোহরদী উপজেলায় এক পুরুষ নিহত হয়েছে।
নিহতরা হলেন, বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের কাছু মিয়ার স্ত্রী আফিয়া বেগম (২৫) ও মনোহরদীর চালাকচর সাওপাড়া গ্রামের মুঞ্জুর সাহার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী গুরুদেব সাহা (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আফিয়া বেগম চরউজিলাব গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অপরদিকে বৃষ্টিতে বাড়ির পাশে আমবাগানে আম-কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুদেব সাহা নিহত হন। ঘটনার পর পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি আনিছুর রহমান বলেন, সকাল ৭ টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির মাঝে গুরুদেব বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। সেখানে বিকট শব্দে বজ্রপাত পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জিএম