ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নি'হত

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ জুন ২০২১ , ০২:৪৯ পিএম


loading/img
নিহত আরিফ হোসেন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই মেম্বরপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে প্রায় ১৫ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুন) রাত ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার আমুয়া ইউনিয়নের বিল ছোনাউটা গ্রামের কেরাত আলী খান মাদরাসা-সংলগ্ন বাজারে সংঘর্ষে আহত হন আরিফ।

নিহত আরিফ হোসেন (২০) উপজেলার ছোনাউটা গ্রামের শিক্ষক শাহ আলম আকন লাল মিয়ার ছেলে। তিনি বাগেরেহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

আহতরা হলেন, আরিফের মা শাহনাজ পারভীন (৫০), বাবা মাদরাসার শিক্ষক শাহ আলম লাল মিয়া আকন (৬০), বড় ভাই এলএলবির ছাত্র সরিফুল ইসলাম (২৫), সেহরাফ হোসেন আকনকে (৫৫), আ. মালেক (৬০), ইব্রাহীম আকন (২৫), আলিম সিকদার (৬০)।

নিহতের বাবা লাল মিয়া জানান, মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় স্থানীয় কেরাত আলী মাদরাসার সামনে বিজয়ী ইউপি সদস্য মজিবুর রহমানের সমর্থকরা আনন্দ উৎসব করার সময় পরাজিত প্রার্থী মো. ফারুকের এক সমর্থককে বেঁধে রাখে। পরে তাকে উদ্ধারের জন্য লোকজন জড়ো হলে মজিবুরের লোকজন রামদা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় আরিফসহ ১৪ জন আহত হয়। পরে আরিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। অন্যরা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হবে। নিহত আরিফের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |