ঝিনাইদহ সদর উপজেলায় বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাতে সদর উপজেলার কুশবাড়ীয়া বাজার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে মাসুম (২১)। তিনি আমেনা খাতুন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের বন্ধু হৃদয় জানান, মাসুম রোববার (২০ আগস্ট) রাতে কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে যায়। হঠাৎ জরিপের হার্ডওয়ার দোকানের সামনে গেলে নিজেই মোটরসাইকেল থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সোহেল রানা জানান, রোববার রাতে মোটরসাইকেল থেকে পড়ে মাসুম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।