ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ মে ২০২৩ , ০১:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৯ মে) দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৮ মে) রাত সোয়া ১টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে মো. রাকিব। তিনি ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের বরাতে পরিদর্শক মাকসুদুর রহমান জানান, রোববার দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র রাকিব। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করেন। রাত সোয়া ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, মারসা বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |