ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুন ২০২১ , ১০:১৭ পিএম


loading/img
গোপালপুর থানা

টাঙ্গাইল গোপালপুর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. শামীম হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করলে বুধবার (৩০ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শামীম হোসেন উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের ছেলে। 

বিজ্ঞাপন

জানা যায়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী গত সোমবার সন্ধ্যায় নানার বাড়ি পিচুরিয়া গ্রাম থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্টি ফেরার পথে তাকে রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়ি নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শামীম। পরে বাড়ি গিয়ে পরিবারের কাছে ঘটনা খুলে বলে ওই ছাত্রী। এ ঘটনায় কয়েকজন স্থানীয়রা মেয়ের বাবাকে মামলা করতে না দিয়ে মীমাংসার কথা বলেন। কিন্তু অভিযুক্তের পরিবার প্রভাবশালী এবং ভুক্তভোগীর বাবা দিন মজুর হওয়ায় বিষয়টি মীমাংসার নামে সময় অতিবাহিত করেন প্রভাবশালীরা। থানায় যেন মামলা না দিতে পারেন এজন্য নানাভাবে বাধা দেয়া হয় ছাত্রীর পরিবারকে।

মঙ্গলবার (২৯ জুন) রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা করেন। বুধবার ভোরে শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রীর মেডিকেল সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |