ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃ'ত্যু

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ০৩:৩৪ পিএম


loading/img
যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দর এলাকার বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন মন্ডল (৩৫) খোর্দ্দরসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, স্বপন মিয়া আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। বুধবার (৭ জুলাই) দুপুরে স্বপন তার বাসার ছাদে উঠে রডের সঙ্গে পতাকা লাগাচ্ছিলেন। এ সময় রডটি বেঁকে গিয়ে পাশে থাকা ৩৩ হাজার কেভির বৈদ্যুতিক তারে লাগে। এ কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে জ্ঞান হারান স্বপন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, আজ বুধবার দুপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |