ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চর বাবলা থেকে সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর ৬টার দিকে সেতুর ওপর উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের চাকা খুলে গেলে ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। ফলে ওই লেনে যানচলাচল বন্ধ হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে সাড়ে ৭টার দিকে ট্রাকটি সরিয়ে নেয়া হলে যানচলাচল শুরু হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের চাকা বঙ্গবন্ধু সেতুর ওপর খুলে যায়। এতে করে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। ফলে ওই লেন দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। বন্ধ রাখা হয় সেতুর টোল আদায়। পরে সেতু থেকে ট্রাকটি সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়। খুব তাড়াতাড়ি যানজট নিরসন হবে বলেও জানান কর্তৃপক্ষ।
জিএম