ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পুলিশ দেখে বউ রেখেই দৌড়ে পালালো বর! 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ১১:১৩ এএম


loading/img
ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। এই কঠোর বিধিনিষেধের মধ্যে জনসমাগম করে বিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল চুয়াডাঙ্গার জীবননগরে। বিষয়টি জানতে পেরে সেই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। এ খবর পেয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যান বর।

বিজ্ঞাপন

বুধবার (৭ জুলাই) বিকেলে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুরে ওই ঘটনা ঘটে। পরে বিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। এ সময় কনের বাবাকে জরিমানা করেন তিনি। 

স্থানীয়রা জানান, সাবেক পৌর কাউন্সিলর আলী আজম তার মেয়েকে জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের পল্লী চিকিৎসক শহিদুল ইসলামের ছেলে নাসিমের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। অর্ধশতাধিক অতিথি নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছেন বর। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে গিয়ে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সঙ্গে পালিয়ে যান বর। এসময় সকল বরযাত্রীও পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে দেশে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুরে সাবেক পৌর কাউন্সিলর খন্দকার আলী আজম তার বাড়িতে জাঁকজমকভাবে মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। পরে বিয়ে বন্ধ করে দিয়ে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম আরটিভি নিউজকে জানান, করোনা পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহোত্তর অনুষ্ঠান, ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠান আয়োজন করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |