ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়ালো

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ০১:২৫ পিএম


loading/img
প্রতীকী ছবি

নরসিংদীতে করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে। জেলার ৬ উপজেলার প্রকাশিত তালিকা অনুসারে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৫ জন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী সিভিল সার্জন অফিস। 

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে ৯০ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ছাড়িয়ে মোট ৩১,৫৮৭ টি নমুনা পরীক্ষার মধ্যে ৫ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, রায়পুরাতে ৬ জন, বেলাবোতে ৪ জন, মনোহরদীতে ৩ জন, শিবপুরে ১৩ জন এবং পলাশে ২১ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেছে ৬৫ জন। এছাড়াও সর্বশেষ তথ্য অনুসারে নরসিংদী জেলা হাসপাতালে করোনার রোগী সেবা নিচ্ছেন ৪৩ জন। 

বিজ্ঞাপন

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, সকলকে সামাজিক দূরত্বের বিষয়ে নজর দিতে হবে।  বিশেষ করে নমুনা পরীক্ষার সময়ে যথেষ্ট পরিমাণ দূরত্বে দাঁড়াতে হবে। আর নমুনা দেবার পর রেজাল্ট আসার আগ পর্যন্ত ঘরেই অবস্থান করতে হবে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |