ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় মারা গেল ১২ জন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ জুলাই ২০২১ , ০৯:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এ সময় আরও ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গত-দিনের চেয়ে শনাক্তের হার বেড়ে ৩৬ শতাংশ হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। 

বুধবার (১৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনায় ৮৩ জন মারা গেছেন। এই ৭ দিনে জেলায় ১৭শ’ ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৩৬৯ জনের মৃত্যু হলো। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ২০৫ জন। বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। 

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |