ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুলাই ২০২১ , ১১:১০ এএম


loading/img
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই কিশোর। নিহত দুই কিশোর সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের গোয়াইপাড়া মল্লিকা আবাসিক এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে রুমেল মিয়া (১৬) এবং পান্নু মিয়ার ছেলে সাগর আহমেদ (১৮)। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে বিছানাকান্দি ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা দেয় গোয়াইপাড়ার মল্লিকা আবাসিক এলাকার ৮-১০ কিশোর। এদিন তারা বিছনাকান্দি ভ্রমণ শেষে পর্যটন এলাকা সংলগ্ন স্থানীয় টেকনাগুল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে।

গতকাল শুক্রবার (২৩) দুপুরে খাওয়া দাওয়ার পর তারা আত্মীয় বাড়ি থেকে পুনরায় সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে টেকনাগুল গ্রামের একটা খাল পাড় হওয়ার জন্য তারা খেয়া নৌকায় উঠে। এ সময় তাদের নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও সাঁতার না জানায় রুমেল ও সাগর পানিতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |