ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় করোনা ইউনিটে মারা গেলো ১২ জন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৬ জুলাই ২০২১ , ১০:৩৯ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ায় গত ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১১ জন ও উপসর্গ নিয়ে এক জন মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুলাই) সকাল ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ২৩৮ জন রোগী। এর মধ্যে ৪ জন ইন্টার্ন ডাক্তার রয়েছেন।

বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ বেডের অনুকূলে করোনা ও উপসর্গ নিয়ে এখন রোগী ভর্তি আছে ২১০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন। বাকীরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |