ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

‘অফিসে না গেলে চাকরি থাকবে না’

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১০:০৯ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও মানুষের ভিড় বেড়েছে। এ সময় মহাসড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অটোরিকশা, সিএনজি চলতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকায় এই চিত্র দেখা যায়। তবে পুলিশের চেকপোস্ট থাকলেও নেই কোন তৎপরতা। 

বিজ্ঞাপন

জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার (২৯জুলাই) সকালে মহাসড়কে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী গাড়ি ও কর্মস্থলে ফিরতে থাকা মানুষের ভিড় দেখা যায়। এ সময় গণপরিবহন না থাকায় মানুষ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। লকডাউনে শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তারা নানা অজুহাতে গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকায় ঢুকছেন। বিশেষ করে পুলিশের চেকপোস্টের আগে রিকশা বা অটোরিকশা থেকে নেমে মানুষজন হেঁটে চেকপোস্ট অতিক্রম করছেন। 

বগুড়া থেকে আসা সৌরভ নামে এক ব্যক্তি আরটিভি নিউজকে বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে ছিলাম। বুধবার (২৮ জুলাই) অফিস থেকে জানিয়েছেন, না গেলে চাকরি থাকবে না। নিরুপায় হয়ে ফজরের আজানের সময় বাড়ি থেকে বের হয়ে পিকআপে উঠি।’ 

বিজ্ঞাপন

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে পুলিশের (ওসি) মীর গোলাম ফারুক আরটিভি নিউজকে বলেন, লকডাউন সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মহাসড়কে কোনো গণপরিবহন চলছে না। অটোরিকশা চলাচল করলেও আমাদের সামনে আসছে না। এখন পর্যন্ত অনেক অটোরিকশা আটক করা হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |