আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের (২২) ডান হাতের কবজি বিচ্ছিন্ন ও কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার রাতে কলাপাড়া থানায় মামলাটি করেন রাকিবুলের মা রাহিমা বেগম।
গতকাল রাতেই ওই ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে নেতা খলিল, নোমান ও নয়নকে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৮ জুলাই) রাত নয়টার দিকে রাকিবুল তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তরিকুল ও তার ভাই রায়হানসহ অন্যান্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান আরটিভি নিউজকে বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমআই