ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩১ জুলাই ২০২১ , ০৮:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীর আহম্মদপুর গ্রামের এক কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার মামলায় মো. শাকিল (২৪) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (৩১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. শাকিল (২৪)।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে শাকিল। সর্বশেষ গত ২৬ জুলাই সন্ধ্যায় বসত-ঘরের পাশে একা পেয়ে শাকিল ভুক্তভোগীকে ঝাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়। 

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার (৩১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার (৩১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |