রাজবাড়ীর পাংশা উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার বিলগজারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের জিয়া আলী প্রামাণিকের ছেলে নয়ন (১৫)।
জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে নয়ন প্রতিবেশী শিশুকে আখখেতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে এসে স্বজনদের জানায়। তখন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর শনিবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।