ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ফাঁকা বাড়িতে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ মার্চ ২০২২ , ১০:৫৬ এএম


loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ মার্চ) সকালে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ মার্চ রাতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর মায়ের অভিযোগ। 

ভুক্তভোগীর মা বলেন, প্রায় ৭ বছর আগে দাম্পত্য কলহের জেরে আমার বিচ্ছেদ হয়। পরে আতিয়ার রহমানের সঙ্গে বিয়ে হয়। গত ২৪ মার্চ রাত ৮টার দিকে আমি পাশের বাড়িতে গিয়েছিলাম। এ সময় আতিয়ার আমার আগের পক্ষের মেয়েকে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরলে মেয়ে আমাকে সব জানায়। আমার মেয়ের ছয় মাস আগে বিয়ে হয়েছে। আতিয়ারের শাস্তির জন্য আমি মামলা করব।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বলেন, নানা প্রলোভন দেখিয়ে আমার সৎ বাবা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। ওই দিন রাতে আমাকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য বসা হয়েছিল বলে জানতে পেরেছেন। তবে থানায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |