ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মাদরাসা ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ আগস্ট ২০২১ , ০৬:০৫ পিএম


loading/img
আবুল বাশার

কুমিল্লার চান্দিনায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার (১ আগস্ট) গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নূরজাহান হোটেলের সামনে থেকে র‍্যাব অভিযুক্ত আবুল বাশারকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

র‍্যাব-১১ সিপিসি-২ আরটিভি নিউজকে জানিয়েছে, গত ২২ জুলাই ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে চান্দিনার তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম আবুল বাশার। পরে ওই ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে তাকে কৌশলে তার ভাইয়ের কাছে রেখে আবুল বাশার পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্বে নিয়োজিত ছিল। উক্ত মসজিদের ইমামের দায়িত্বে থাকার কারণে মাদরাসা ছাত্রীর পরিবার তাদের মেয়েকে আরবি পড়ানোর জন্য তাকে নিযুক্ত করে। উক্ত মাদরাসা ছাত্রীকে আরবি পড়ানোর সুযোগে তাদের বাড়িতে আবুল বাশার (৫০) এর নিয়মিত যাতায়াত ছিল। আবুল বাশার উক্ত মাদ্রাসা ছাত্রীকে আরবি পড়ানোর সুযোগ নিয়ে তাকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি স্বীকার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ধর্ষিতা ছাত্রীর বাবা চান্দিনা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন বলে জানা গেছে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |