রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে কোনো প্রশিক্ষণ ছাড়াই এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক।
শনিবার (৭ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নে নিজ হাতে টিকা পুশ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি ।
স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে এমপি এনামুল হক প্রধান অতিথি থেকে উপজেলার শিকদারীর সালেহা ইমারত মেডিকেল সেন্টারে মাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
এদিকে অনুষ্ঠানে এমপি এনামুল হক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সাংসদের পাশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে টিকা দেয়ার দৃশ্যটি দেখেন। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীরা টিকা দেয়ার এই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী বলেন, ‘চিকিৎসক ও টেকনিশিয়ান এমপির পাশে থেকে নির্দেশনা দিয়েছেন। তিনি নির্দেশনা মতোই টিকা দিয়েছেন। এটা অন্যায়ের কিছু হয়নি।’ টিকা-গ্রহণকারী ওই ব্যক্তির কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘প্রশিক্ষিত নার্স ছাড়া টিকা পুশ করা ঠিক না। এটি ঠিক হয়নি।’
জিএম