জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বগুড়ার দুপচাঁচিয়ায় কোদালের আঘাতে আব্দুল হাকিম মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলার জিয়ানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আব্দুল হাকিম মন্ডল ওই ইউনিয়নের বাঁকপাল গ্রামের মৃত মোছো মণ্ডলের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী বেলাল হোসেনের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে বেলাল হোসেনের কোদালের আঘাতে আব্দুল হাকিম মণ্ডল মাটিতে পড়ে যান।
তিনি জানান, পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল হাকিমকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।