ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ০৯:৫৫ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনায় মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরো ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২৬.৯১ শতাংশ হয়েছে। এ সময় আরও ২৪৬ জন সুস্থ হয়েছেন।

বিজ্ঞাপন


 ডা. আবদুল মোমেন জানান, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ বেডে বর্তমানে ভর্তি আছে ১৯১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৫৮ জন। বাকীদের উপসর্গ আছে। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১২শ ৪০ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৬ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭৪ জন।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |