ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

১৪'শ কেজি রাবার ভর্তি কাভার্ড ভ্যান উদ্ধার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ আগস্ট ২০২১ , ০২:২৩ পিএম


loading/img
রাবার ভর্তি কাভার্ড ভ্যান উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভবানীটেক এলাকায় শনিবার (১৪ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ কেজি অপরিশোধিত (কাঁচা) চোরাই রাবার রাবার জব্দ করা হয়। তবে এর সাথে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হলেও জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান। 

বিজ্ঞাপন

র‍্যাব-১২ আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‍্যাবের একটি দল টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ভাবনীটেকি এলাকায় মামার বাসস্ট্যান্ড নামক স্থানে অভিযান চালায়। 

এসময় সরকারি রাবার বাগান হতে একটি কাভার্ড ভ্যান ভর্তি ১ হাজার ৪০০ কেজি চুরিকৃত অপরিশোধিত (কাঁচা) রাবার উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। 

বিজ্ঞাপন

তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। পরবর্তীতে অজ্ঞাত নামা ২ থেকে ৩ জন পলাতক আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থকবে বলেও জানান সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান। 

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |