ঘর থেকে অভিমান করে বের হয়ে গিয়েছিলেন আজিজুর রহমান। অভিমানী ছেলেকে এরপর থেকেই খুঁজছিলেন বাবা মো. নুরুল আমিন। কিন্তু দিন, সপ্তাহ, মাস পেরিয়ে গেলেও সন্তানকে আর ফিরে পাননি তিনি। অবশেষে সোমবার (১৬ আগস্ট) ডিএনএ-তে মিললো তার সন্তান। তবে জীবিত নয়, মৃত।
গত ডিসেম্বরে পুকুরে ডুবে মারা যান আজিজ। এরপর বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আরটিভি নিউজকে জানান, পুকুরে ডুবে আজিজের মৃত্যু হয়। কিন্তু তখন তার পরিচয় পাওয়া যায়নি। বেওয়ারিশ হিসেবে তখন লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এদিকে সন্তান নিখোঁজের ডায়েরি করেন মো. নুরুল আমিন। আজিজের ছবি থাকলেও সেই ছবিতে চেনা যাচ্ছিল না। তাই ডিএনএ টেস্ট করানো হয়। অবশেষে সোমবার (১৬ আগস্ট) আসে সেই ফলাফল। তাতে বাবার সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায় আজিজের ডিএনএ।
এসআর/