ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লিবিয়া থেকে ইতালি পাঠানোর নামে জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ২

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ আগস্ট ২০২১ , ০৩:৩৪ পিএম


loading/img
আটক ২

মাত্র ২৪ ঘণ্টার পুলিশি তৎপরতায় জিম্মি দশা থেকে এক লিবিয়া প্রবাসীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে এই তথ্য।

বিজ্ঞাপন

নওগাঁও জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, নওগাঁ সদরের সাহাপুর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে দীপু হোসেন নামের এক লিবিয়া প্রবাসীকে লিবিয়া থেকে ইতালি পাঠানোর কথা বলে এক সংঘবদ্ধ মানবপাচার চক্রের খপ্পর থেকে উদ্ধার করেছে নওগাঁ থানা পুলিশ। লিবিয়া প্রবাসী ওই ব্যক্তিকে মানবপাচার চক্রের সদস্যরা জিম্মি করে পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

পুলিশ সুপার আরও জানান, এমতাবস্থায় ভুক্তভোগীর ভাই মতিউর রহমান সদর থানা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় ওই মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আটচাইল (মিয়াজী বাড়ি) মৃত হিরন মিয়ার ছেলে নাভিদ হাসান (২১) ও একই উপজেলার লেবাশ (প্রধানিয়া বাড়ি) গ্রামের মৃত আবু তাহেরের ছেলে কামাল হোসেন (৩৮)।

বিজ্ঞাপন

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |