ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জমি লিখে না দেয়ায় শাশুড়িকে শারীরিক নির্যাতন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ আগস্ট ২০২১ , ০৮:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় জামাই ইসমাইলকে জমি লিখে না দেয়ায় শাশুড়ি সুফিয়া বেগমকে (৮০) মারধর করে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সোহরাব কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১টায় পৌর শহরের উপজেলার বাদুরতলী এলাকার একুশে সড়কে এ ঘটনা ঘটে। 

আহত সুফিয়া বেগম পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কের মৃত  মোসলেম খানের স্ত্রী। 

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল খাঁ শ্বশুরবাড়িতে জোর করে ঘর তুলে বসবাস করে আসছে। বিভিন্ন সময় ইসমাইলকে ঘর নিয়ে যাওয়ার জন্য বলা হলে সে যাচ্ছিল না। ওই ঘরের জমি নিজের নামে লিখে দিতে শাশুড়িকে বলে। এতে রাজি না হওয়ায় ঘটনা দিন ইসমাইল খাঁ ও তার ছেলে নাঈম এবং ফেরদৌস মিলে কিল, ঘুষি, চর, থাপ্পড় দিয়ে বৃদ্ধ সুফিয়া বেগমকে আহত করে। এ সময় সুফিয়া বেগমকে বাঁচাতে এসে তার ছেলে সোহরাব (৩৪) ও ছেলের বউ শাহিদাকেও (২০) বেধড়ক মারধর করে আহত করে।

ভুক্তভোগীর ছেলে সোহরাব আরটিভি নিউজকে বলেন, ইসমাইল খাঁ আমার বড় বোনের জামাই। সে কলাপাড়া থানার কথিত সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। কয়েক মাস আগে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল। জেল থেকে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে। যার জন্য আমাদের বাড়ি থেকে তাকে যেতে বলা হয়। সে উল্টো বাড়ির জমি নিজের নামে লিখে দিতে বলে। এতে রাজি না হওয়ায় আমিসহ আমার মা ও স্ত্রীকে কিল, ঘুষি, চর, থাপ্পড় মেরে রক্তাক্ত করে। আমার মা সুফিয়া বেগম বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 এ ব্যাপারে অভিযুক্ত জামাই ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে সে আত্মগোপনে রয়েছেন। 

বিজ্ঞাপন

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান আরটিভি নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |