প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে মানিকগঞ্জে যমুনা, পদ্মাসহ অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বেড়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা কার্যালয়ের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় যমুনার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শ পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচল ও গবাদিপশু নিয়ে দুর্ভোগে পড়েছেন মানুষ।
মানিকগঞ্জ পাউবো ও স্থানীয় সূত্র জানায়, উজান থেকে নেমে আসা ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে জেলার দৌলতপুরে যমুনা ও হরিরামপুরে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে দৌলতপুরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আরিচা কার্যালয়ের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ বলেন, সোমবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর আরিচা পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। এ সময় যমুনা নদীর পানির উচ্চতা ছিল ৯.৪৮ সেন্টিমিটার যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জিএম