ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ , ০৪:৫৯ পিএম


loading/img
রাজবাড়ীতে প্লাবিত হচ্ছে নতুন এলাকা

উজানের ঢল ও বৃষ্টিপাতে রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার চরাঞ্চলে পানিবন্দী মানুষ তাদের গবাদিপশু নিয়ে উঁচু রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া এখনও অনেক পরিবার কোন ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠের পর মাঠ তলিয়ে যাওয়ায় কৃষকদের সদ্য রোপণ করা আমন ধান ও বীজতলা পানিতে তলিয়ে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে পানির তীব্রস্রোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে।
 
এদিকে পানি বৃদ্ধিতে পদ্মা ও যমুনায় প্রচন্ড স্রোত থাকায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে শুরু হয়েছে যানজট।

আগে দৌলতদিয়া–পাটুরিয়া ৫ কিলোমিটার নৌপথ পাড়ি দিতে একটি ফেরির মাত্র ৪০ মিনিট সময় লাগত। আর এখন সেখানে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা করে। এতে ফেরির ট্রিপ কমে যাওয়ায় উভয়ঘাটে নিত্যদিন যানজট লেগেই থাকছে।

বিজ্ঞাপন

শুক্রবার ছুটির দিনে ঢাকামুখি গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের যানজট সৃষ্টি হয়েছে। তবে ছোট প্রাইভেট গাড়ির চাপ অনেক বেশি।

এমআই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |