ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বন্যার পানিতে পঁচে গেছে আমনের আবাদ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ , ১০:১২ পিএম


loading/img
বন্যার পানিতে পঁচে গেছে আমনের আবাদ

কুড়িগ্রামে নদ-নদীর বন্যার পানি কমে সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ক্ষেত-খামার থেকে পানি নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে আবাদের ক্ষয়ক্ষতি।

বিজ্ঞাপন

বিশেষ করে চলতি মৌসুমে রোপা আমন ধান দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় বিনষ্টের পরিমাণ বেশি।

কুড়িগ্রাম কৃষি বিভাগের তথ্যানুযায়ী, জেলায় বন্যায় ২৬ হাজার ৪০৫ হেক্টর জমির রোপা আমন তলিয়েছে। এছাড়া ১১৫ হেক্টর বীজতলাসহ ২৮৫ হেক্টর জমির শাকসবজিও পানিতে তলিয়েছে।  তলিয়ে যাওয়া রোপা আমনের বেশিরভাগই পঁচে নষ্ট হয়ে গেছে। 

বিজ্ঞাপন

এদিকে চারা ধান সংকটে পানি নেমে যাওয়া এসব জমিতে কৃষকেরা নতুন করে চারা লাগানোর উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। 

কৃষকরা আরটিভি নিউজের কাছে অভিযোগ করেছেন,  অসময়ের বন্যা রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চল এবং নিচু এলাকার সব রোপা পঁচে নষ্ট হয়ে গেছে। সেখান থেকে আর ধান হওয়ার সম্ভাবনা নেই। নতুন করে আবার রোপা লাগানোর চারা বা বীজতলা নেই। অনেকের আর্থিক অবস্থায়ও ভালো নেই।

খোঁজখবর নিয়ে দেখা গেছে, ব্রহ্মপুত্র, দুধকুমার,গঙ্গাধর নদের অববাহিকা এবং ধরলা নদীর অববাহিকার ৩ শতাধিক চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের চাষ করা আমন ধান কোথাও ১০ দিন আবার কোথাও ১৫ দিনের ওপর পানিতে ডুবে রয়েছে। কিছু কিছু এলাকায় এখনো পানির নিচেই রয়েছে রোপা আমন। আমনের এমন ক্ষতি হওয়ায় হতাশ কৃষকরা। 

বিজ্ঞাপন

নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের কৃষক লস্কর আলী আরটিভি নিউজকে জানিয়েছেন, চার বিঘা ক্ষেতে আমন আবাদ করেছিলেন। বন্যার পানিতে তলিয়ে সব ধানগাছ পঁচে গেছে। সেখানে আর ধান হওয়ার সম্ভাবনা নেই। পুনরায় রোপা লাগানোর তার সামর্থ্য  নেই। 

একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, নষ্ট হয়ে যাওয়া জমিতে নতুন করে রোপার চারা লাগানো ব্যয়সাধ্য। এছাড়া চারা ধানও পাওয়া যাচ্ছে না।

কুড়িগ্রাম কৃষি বিভাগের উপ পরিচালক মঞ্জুরুল হক আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্যায় তলিয়ে যাওয়া ফসলের পরিসংখ্যান আমাদের হাতে এসেছে। তবে কিছু কিছু এলাকায় এখনো পানি থাকায় ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |