ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে ছুরি ধরে হাসপাতাল থেকে পালাল তরুণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ , ০৯:৫২ এএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে রুবেল (২২) নামে এক তরুণ পুলিশকে ছুরি ধরে পালিয়ে গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পলাতক রুবেলের বাড়ি সিলেট জেলা সদরে। 

হাসপাতাল সূত্রে  জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির দুই পুলিশ সদস্য রুবেলকে রক্তাক্ত অবস্থায় রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তার ভর্তির কাগজ সার্জারি ওয়ার্ডে জমা দেয়ার সময় ওই তরুণ ছুরি নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় এক পুলিশ সদস্য দৌড়ে ওয়ার্ড থেকে বেরিয়ে গিয়ে গেইট লাগিয়ে দেন। পরে ওই তরুণ ওয়ার্ডের ভেতরে থাকা অপর পুলিশ সদস্যকে ছুরি ধরে জিম্মির চেষ্টা করেন। এ খবর পেয়ে আরেকজন পুলিশ সদস্য হাসপাতালে আসলে ওয়ার্ডের গেইটের বাইরে থাকা পুলিশ সদস্য গেইট খুলে দেন। এ সুযোগে ওই তরুণ দৌড়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান আরটিভি নিউজকে বলেন, স্টেশন এলাকায় এক তরুণকে আহতাবস্থায় দেখে পুলিশ। এ সময় রুবেল মাদকাসক্ত ছিল। তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে সে পালিয়ে যায়।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |