ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আল্পনায় সেজেছে স্কুল

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১ , ১১:০৯ এএম


loading/img
আল্পনায় সেজেছে স্কুল

প্রায় ১৭ মাস পর সারাদেশের মত মোংলায়ও খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার ( ১২ সেপ্টেম্বর) সকাল ৮ টার আগেই শিক্ষার্থীরা নতুন ড্রেস পরে অভিভাবকের হাত ধরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। 

বিজ্ঞাপন

শ্রেণি কার্যক্রম প্রস্তুতি ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষ। নানা রকমের আল্পনায় আঁকা হয়েছে স্কুল। এছাড়া সেসব আল্পনায় সামাজিক দূরত্বের বিষয়টি ওঠে এসেছে।

মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস আরটিভি নিউজকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়। সংক্রমণ কিছুটা কমে আসায় সারাদেশের মত মোংলায় প্রথম ধাপে ৭২ টি প্রাথমিক, ২৮ টি মাধ্যমিক, ৪ টি উচ্চ মাধ্যমিক ও ১৩ টি মাদরাসা খুলেছে। 

বিজ্ঞাপন

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, পাঠদান শুরুর আগে ১০ মিনিট করোনাভাইরাসের সচেতনতার বিষয়ে শিক্ষক্ষার্থীদের অবহিত করা হবে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |