নোয়াখালীর হাতিয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জাফর উল্যাহ নামের একজনকে আসামি করে মামলা করেছেন।
অভিযুক্ত ব্যক্তি হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে জাফর উল্যাহ (৩২)।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামালার বরাত দিয়ে তিনি বলেন, গত ২৮ মার্চ রাত সাড়ে ৮টায় আসামি জাফর উল্যাহ বাদীর বাড়িতে আসেন। এক পর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে বাড়ির বাইরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে শিশুটি ওই ঘটনা কাউকে জানায়নি। পরে তার শারীরিক পরিবর্তন ও অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে মঙ্গলবার (১২ অক্টোবর) জাফর উল্যাহকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন শিশুর বাবা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনেয়ারুল ইসলাম বলেন, আসামি জাফরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।