• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

ফেসবুক-ইউটিউবে গুজব ছড়ানোয় গ্রেপ্তার যুবক

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২১, ২৩:০৭
ফেসবুক-ইউটিউবে গুজব ছড়ানোয় গ্রেপ্তার হলো যুবক
ছবি: সংগৃহীত

কুমিল্লার ঘটনায় ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে গোলাম মাওলা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২-এর অধিনায়ক মেজর সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম মাওলা জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনার সময় গোলাম মাওলা নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন ছবি সংগ্রহ করে সেসব বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। বিষয়টি র‌্যাবের নজরে আসলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসএস/টিআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মা নেই, আব্বু জেলে, আমাদের ৪ ভাই-বোনকে দেখবে কে’
সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার
হত্যা মামলায় তাঁতী লীগ নেতা ইকবাল গ্রেপ্তার
নতুন মামলায় গ্রেপ্তার ইনু, সাদেক ও সলিমুল্লাহ