ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

উসকানিমূলক পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ অক্টোবর ২০২১ , ১২:২৬ পিএম


loading/img

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় যশোরের ঝিকরগাছার এক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৭ অক্টোবর) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া মেরাজ হোসেন মিঠু ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

জানো গেছে, ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেরাজ হোসেন মিঠু শুক্রবার (১৫ অক্টোবর) সাম্প্রদায়িক উসকানিমূলক স্ট্যাটাস দেন। পরে পদ হারিয়ে শনিবার (১৬ অক্টোবর) ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে ক্ষমা চান তিনি। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এমন ভুল আর কখনও হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই।’

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস জানান, মেরাজ হোসেন মিঠু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন; যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ইউনিয়ন ছাত্রলীগ থেকে তাকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে।

জিএম /টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |