লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজ দুই কিশোরী পপি আক্তার (১৫) ও নাজমা আক্তারের (১৫) দু‘দিনেও সন্ধান মেলেনি।
আজ বুধবার (২০ অক্টোবর)পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে। এর আগে সোমবার(১৮ অক্টোবর) ভোরে তারা বাড়ি থেকে বের হয়। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। নাজমা আক্তার উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সীধু মাঝিবাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদরাসার ছাত্রী।পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।
নাজমার ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার (১৮ অক্টোবর) ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের বিভিন্ন স্থানে সন্ধান করেও পাওয়া যায়নি। স্বেচ্ছায় চলে যাওয়ার কোনো কারণও তারা জানেন না।
স্থানীয় ইউপি সদস্য(মেম্বার)নুরুল ইসলাম দুই কিশোরীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, নিখোঁজ কিশোরীদের পরিবার থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
জিএম/এসকে