ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ০৪:১২ পিএম


loading/img

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আল আমিনের বাড়ি থেকে নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ পেয়ে আল আমিনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি ‘দি বার্ড সেফটি হাউজ’ সংগঠনের হেফাজতে নিয়েছে।

আল আমিন জানান, গেল এক মাস আগে নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি। গত একমাস ধরে আমার কাছেই ছিল সাপটি। তিনি বন্যপ্রাণী আইন জানেন না, আগামীতে এই ধরনের কোন কাজও করবেন না বলে জানান।

বিজ্ঞাপন

পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি’ হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করেছি খুব দ্রুত তাদের কাছে হস্তান্তর করবো।

এসএস/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |