• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

আজও যাত্রীদের দুর্ভোগে চরমে

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২১, ০৯:২২
আজও যাত্রীদের দুর্ভোগে চরমে
কুমিল্লার বাস চলাচল বন্ধ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে কুমিল্লার সকল বাস ও ট্রাক চলাচল বন্ধ রেখেছে কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৬ নভেম্বর) সকালে অনেকে জরুরি কাজে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে না যেতে পেরে বাস ট্রামিনাল থেকে ফিরে গেছেন। যাত্রীদের দাবী দ্রুত যেন বাস সার্ভিস চালু করা হয়।

কুমিল্লার ৩টি বাস ট্রার্মিনাল থেকে ৪টি রুটে ২৬টি পরিবহনের প্রায় ২ হাজার বাস কুমিল্লা থেকে অনিদিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ আরটিভি নিউজকে জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিবহন চলাচল বন্ধের ঘোষণা না থাকলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কোনো পরিবহনের মালিক সড়কে বাস নামাতে চাচ্ছে না।

বাড়তি তেলের দাম দিয়ে বাস চালাতে গিয়ে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনাকালীন সময়ে পরিবহন মালিকরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। যে কারণে দাবি না মানা পর্যন্ত বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এমআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন
বিশ্ব নিউমোনিয়া দিবস আজ
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রেড ক্রিসেন্টের সদস্যদের সাক্ষাৎ