যশোরের চৌগাছা উপজেলায় ইউপি নির্বাচনে মাড়ুয়া স্কুলকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও প্রায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে জগদীশপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান খান কেন্দ্রে আসার পর তার সমর্থকরা হট্টগোল শুরু করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটের আঘাতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে এ সংঘর্ষের সংবাদ পেয়ে স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গাড়ি ভাঙচুরের অভিযোগে কেন্দ্র থেকে পুলিশ জিয়া ও মামুন হোসেন নামে দুই আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে।
মাড়ুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওহিদুল ইসলাম জানান, দুপুরে এ সংঘর্ষের পর ভোট গ্রহণ বন্ধ করা হয়। হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাফি বিন কবীর বলেন, এ সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভোট গ্রহণ শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জিএম/এসকে