ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

জাল ভোটের অভিযোগে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভ নিউজ

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ , ০৩:৩৮ পিএম


loading/img
ভোটগ্রহণ

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাল ভোট দেওয়ার অভিযোগে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। 

স্থগিত কেন্দ্র দুটি হলো, বাইড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার তিন উপজেলার ২৫ ইউনিয়নে ২৪৬ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ৪ লাখ ৬৪ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |