ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে ৯টির ৭টিতে বিদ্রোহী প্রার্থীর জয়

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ , ০৮:৫৫ এএম


loading/img
ফাইল ছবি

মেহেরপুর জেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ জন ও বিদ্রোহী ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহম্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে ৯টি ইউনিয়নের ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

বিজয়ীদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটি ইউপিতে মশিউর রহমান (নৌকা) ৭ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিবুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৯২ ভোট। 

বিজ্ঞাপন

তেঁতুলবাড়িয়াতে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস ৬ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব হোসেন পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। 

কাথুলী ইউপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ৫ হাজার ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পেয়েছেন ৪ হাজার ২ ভোট। 

বামন্দী ইউপিতে ওবাইদুর রহমান (নৌকা) ৬ হাজার ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল পেয়েছেন ৪ হাজার ৮৯৩ ভোট। 

বিজ্ঞাপন

মটমুড়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী সোহেল আহম্মেদ ১৮ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাশেম (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট।

এদিকে মুজিবনগর উপজেলার ৪টি ইউপিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মহাজনপুর ইউপির বিদ্রোহী প্রার্থী আমাম হোসেন মিলু ৬ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা রেজানুর রহমান নান্নু পেয়েছেন ৬ হাজার ৩৯ ভোট।

মোনাখালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার রফিকুল ইসলাম ৫ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। 

দারিয়াপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী এ.এস.এন মাহাবুব আলম ৩ হাজার ৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোস্তাকিম উল খোকন ২ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।

বাগোয়ান ইউপির বিদ্রোহী প্রার্থী আয়ূব হোসেন ১২ হাজার ৭৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুব উদ্দীন (নৌকা) ১০ হাজার ৯৯২ ভোট পেয়েছেন।

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |