ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বোনের ঘণ্টাখানেক পর ভাইয়েরও মৃত্যু

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ নভেম্বর ২০২১ , ০৭:৫০ পিএম


loading/img

বরিশালের আগৈলঝাড়ায় প্রায় একঘণ্টার ব্যবধানে ভাই-বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৩ নভেম্বর) গভীর রাতে গৈলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার (১৩ নভেম্বর) শেষ বিকেলে ওই ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারণে স্বামীর বাড়িতে ইন্তেকাল করেন।

রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন বলেন, আমার মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি ফোনে আত্মীয়-স্বজনদের জানানো হয়। ঘণ্টাখানেক পর খবর পাই আমার মামা আব্দুল খাদেম মোল্লাও মারা গেছেন।

বিজ্ঞাপন

আব্দুল খাদেম মোল্লার ছেলে আজিজুল মোল্লা জানান, অনেক দিন ধরে আমার বাবা ও আমার ফুফু অসুস্থ ছিলেন। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে আমার ফুফু রাহিমুন বিবি প্রথমে মারা যায়। ফুফুর মৃত্যুর একঘণ্টা পর আমার বাবা আব্দুল খাদেম মোল্লা মারা যান। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |