সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাবর-সীচনী এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের কাজল চন্দের দুই ছেলে কনক চন্দ (৯) ও উজ্জল চন্দ (১২) এবং একই গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস।
জানা গেছে, রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বরযাত্রীতে বিয়ের ভোজন শেষে মাইক্রোবাস দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পরে তাদের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে সাতজন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তারা।
জিএম/টিআই