নৌকার মনোনয়ন পেলেন নিহত সেই লতিফের স্ত্রী
রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মোছা. শেফালী আক্তারকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী ছিলেন আব্দুল লতিফ। গত ১১ নভেম্বর দিনগত রাতে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। জনপ্রিয়তা ও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি এগিয়ে ছিলেন। তার মৃত্যুর পর মানবিক বিষয়টি বিবেচনা করে দলীয় মনোনয়নের বিষয়টি কেন্দ্রে পাঠানো হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীসহ মনোনয়ন বোর্ড আব্দুল লতিফের স্ত্রীকে মনোনয়ন দিয়েছেন।
লতিফের স্ত্রী শেফালী আক্তার বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি শুনেছি। আমি এখন পর্যন্ত শোকাহত। তবে আমার স্বামীর কিছু স্বপ্ন ছিল এই ইউনিয়ন নিয়ে। এই ইউনিয়নের মানুষের নিয়ে। চেয়ারম্যান নির্বাচিত হলে স্বামীর স্বপ্নপূরণে কাজ করে যাবো।
জিএম/এসকে
মন্তব্য করুন