• ঢাকা সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
logo

কচুয়ায় সড়কে ঝরল ৩ শিক্ষার্থীর প্রাণ

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ০৯:৪০
কচুয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 
ঘটনাস্থলের চিত্র

চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় ৩ জন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কচুয়া উপজেলার কড়ৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মো. রিফাত, ঊর্মি ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। আহতরা হলেন, যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জিএম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০
মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬
ইসরায়েলি হামলায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত