ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ , ১১:৪৫ এএম


loading/img
আতিকুর রহমান খান

দুর্নীতি এবং অনিয়মে জড়িত থাকার অভিযোগে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপসচিব আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়।

এরমধ্যে সিঙ্গাসার গ্রামের একটি রাস্তা নির্মাণে অর্থ আত্মসাৎ এবং টিআর কাবিখা প্রকল্পের অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া পরিষদের সভায় ভুয়া রেজুলেশন তৈরি করে তা দেখানোর অভিযোগও রয়েছে।

বিজ্ঞাপন

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |