চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র একজন; যা গেল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সোমবার (২৯ নভেম্বর) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
রোববারও চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ছয়দিন মৃত্যুহীন দিন পার করল চট্টগ্রাম।
তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ১ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। একজন উপজেলার বাসিন্দা। নমুনা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৯৮ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩১ জনে এসে দাঁড়িয়েছে।
এমআই /টিআই