ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রেলক্রসিং দুর্ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ ডিসেম্বর ২০২১ , ০৪:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রামের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় চালককে অজ্ঞাত আসামি করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, বাস চালকে অজ্ঞাত আসামি করে রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) সাড়ে ১০টায় নাজিরহাট থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসছিল ডেমু ট্রেন। জাকির হোসেন সড়কের পূর্ব দিক থেকে ৭ নম্বর রুটের একটি বাস এসে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ডেমু ট্রেনের দিকে ঠেলে দেয়। ফলে ট্রেনের নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। দুর্ঘটনায় আহত হন ৮ জন যাত্রী।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |