ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের ফসল 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ , ০৫:৪২ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। সুগন্ধা, বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি স্বাভাবিক থাকলেও বৃষ্টিতে খেত-খামার তলিয়ে রয়েছে। 

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীগুলোর পানিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। 

বিজ্ঞাপন

জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উঠতি আমন, বোরো বীজতলা, খেসারি, সরিষা এবং তলাকৃষিসহ শীতকালীন সবজি আগাম রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কৃষকরা জানিয়েছে, খেত থেকে পানি দ্রুত না কমলে আমন ধানের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এ ছাড়া ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাকসহ শীতকালীন সবজি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। 

এদিকে জেলায় চলতি বছরে ৪৮ হাজার হেক্টর আমন, ৭ হাজার হেক্টর খেসারি এবং সাড়ে তিন হাজার হেক্টর লতাকৃষি ও শীতকালীন সবজির আবাদ হয়েছে। বৃষ্টিপাতে এ পর্যন্ত ৮ হাজার ৯৭ হেক্টর আবাদ আক্রান্ত হয়েছে।

বিজ্ঞাপন

 কৃষক মো. রাজু জানান, তার সবজি ও ডাল খেত বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়ে গেছে। তাতে তার ২০ থেকে ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক মো. ফজলুল হক জানান, বৃষ্টিতে কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। বৃষ্টি কমে গেলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাবে। তবে আশা করি কৃষকের তেমন ক্ষতি হবে না। 

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |