সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জের ধরে শামীম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিরিন খাতুনের (৩৫) বিরুদ্ধে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর শিরিন পলাতক রয়েছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন দুপুরে আরটিভি নিউজকে জানিয়েছেন, আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। নিহত শামীমের মরদেহ বাড়িতে পড়ে রয়েছে। তবে তার স্ত্রী শিরিন পালিয়ে গেছে। নিহতের মাথায় ধারালো বটির গভীর আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে স্ত্রী।
নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমআই